নরসিংদী প্রতিবেদক : নরসিংদীতে এক যুবকের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ ঘাতক ইউনুসকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে শনাক্ত করলেও কেউ আবার বলছেন তিনি ‘মাদকাসক্ত’।
নিহতরা হলেন- ছগরিয়াপাড়া গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৬০) ও ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০)। আহত সেন্টু মিয়া ওই এলাকায় কৃষি শ্রমিকের কাজ করতেন। ঘাতক ইউনুস (২৪) জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা। তবে তিনি নানী বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ৬ মার্চ রাতে হঠাৎ ইউনুস তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেন। বুধবার সকালে তিনি হাতে ছুরি নিয়ে বের হয়ে সামনে যাকে পান তাকেই ধাওয়া দিতে থাকেন।
এ সময় বাড়ির কাছে নিজের কৃষিজমিতে কর্মরত ফরহাদ মিয়াকে আচমকা ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। পরে রাস্তার পাশে থাকা আলী আকবর ও সেন্টু মিয়াকে কোপাতে থাকেন।
নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘ঘাতক তরুণকে একপক্ষ বলছে মানসিক রোগী আরেক পক্ষ বলছে- সে নেশা করার জন্য পাগল বেশে থাকে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।