মামুন আল, নাটোরঃ নাটোরের বাগাতিপাড়ায় সর্দি কাশি জ্বর নিয়ে(করোনা উপসর্গ) এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে প্রশাসন ও মেডিক্যালের একটি টিম ঘটনাস্থলে পৌছে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন।
অপরদিকে পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই বাড়ী সহ আশে পাশের ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।
জানা যায় , বাগাতিপাড়া উপজেলার নওশেরা (আরাজিমারিয়া)গ্রামের বিনয় চন্দ্র মন্ডলের ছেলে সুকুমার মন্ডল-৩২ ৪/৫দিন ধরে সর্দি জ্বর কাশিতে ভুগছিলেন।
এছাড়া তিনি এ্যাজমার রোগী ছিলেন। এ অবস্থায় গত রাত দুটোর দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান, যেহেতু করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে , তাই ওই বাসা সহ আশে পাশের ৭টি বাড়ি লক ডাউন করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত লকডাউন থাকবে। এছাড়া করোনা উপসর্গের রোগীকে স্বাস্থ্য বিধি মেনে শেষ কৃত্য করা হবে।