মামুন আল, নাটোরঃ নাটোর সদরের পশ্চিম হাগুরিয়ায় জুম্মার নামাজ পড়াকে কেন্দ্র করেএলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এক ইউপি সদস্য সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায় শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সাহেব সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। এতে স্থানীয় যুবক শাহীনসহ আরো কয়েকজন জুমার নামাজে অংশ নিতে ব্যর্থ হয়। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের উপর চড়াও হলে মুসুল্লিরা তাকে মারপিট করে। এ ঘটনায় শাহিন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
তৎক্ষণাৎ উত্তেজনা থামাতে সেখানে স্থানীয় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা ওরফে নাদিম সেখানে উপস্থিত হয়।
এ সময় পুলিশের সাথে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এক নারী কনস্টেবল ও পুলিশ পরিদর্শক সহ চার পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন পুলিশ পরিদর্শক আজহার ইসলাম কনস্টেবল সেকান্দার আলী ও নারী কনস্টেবল মঞ্জু। পরে এ ঘটনায় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা ওরফে নাদিমসহ ৯ জনকে আটক করে।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থলে যান। এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছ। বর্তমানে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
এ ব্যাপারে নাটোর সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।