রকি দাশ
সিনিয়র রিপোর্টারঃ
গত ২৫শে অক্টোবর ২০১৯ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নগরীর জেলা পরিষদ ভবনে প্রদীপ প্রজ্জ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যৌথ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ষষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সকাল ১০:৩০ মিনিটে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একুশে পদক ভূষিত গবেষক ও সমাজ বিজ্ঞানী মাননীয় উপাচার্য প্রফেসর ড.অনুপম সেন, প্রদীপ প্রজ্জ্বলন করেন জ্যোতিষ এস.কে আচার্য্য, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের চেয়ারম্যান রণজিৎ কুমার দে। প্রধান বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতিলীগের সাধারন সম্পাদক রত্নাকর দাস টুনু । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , দেবাশীষ আচার্য্য, শ্রী শ্যামল, শ্রী কাঞ্চন আচার্য্য, শ্রী অজিত রুদ্র, শ্রী শৈবাল আচার্য, শ্রী শিমুল দাশ,ও অ্যাডভোকেট রিগ্যান আচার্য্য।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ নবজীবন সংগঠনের সম্মানিত সভাপতি শ্রী অন্তর আচার্য্য , শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ডাঃ পিয়াল আচার্য্য আহবায়ক ষষ্ঠ বার্ষিকী উপকমিটি ও অন্যান্য সদস্যবৃন্দ সঞ্চালনায় থাকেন প্রকৌশলী ক্লিনটন আচার্য ও দিবা অাচার্য্য।