সাম্প্রতিক শিরোনাম

নিম্ন আয়ের মানুষের জন্য সেনা জোন কর্তৃক ১মিনিটের বাজার

সুজন চৌধুরী, বান্দরবান:

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় সেনা জোন এর উদ্যোগে অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের জন্য ‘১ মিনিটের বাজার’ নামে এক মানবিক সহায়তার আয়োজন করা হয়। এসময় প্রবেশ পথে জীবানু নাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্হা করা হয়েছে। আজ রবিবার (১৭ মে) আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমের উদ্বোধন করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনা মতে আলীকদম জোন রবিবার সকালে ১ মিনিটের বাজার নামে একটি ভিন্নধর্মী সেবার আয়োজন করে। এ সেবার মাধ্যমে অসহায় ও দুঃস্থ জনগণ সেনাবাহিনীর খাদ্য সামগ্রী উপহার পেয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চালসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি।

১ মিনিটের বাজার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জোন স্টাফ অফিসার মেজর মোস্তাক ও ক্যাপটেন খালিদ রেজা, আলীকদম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন ও সাংবাদিক বৃন্দ।

সেনা সূত্রে জানা যায়- করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় যে সকল প্রান্তিক কৃষক সবজি বিক্রি করতে পারছেন না সেনাবাহিনী তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি ক্রয় করে এলাকার দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে বিতরণ করে। এ উদ্যোগের ফলে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্যপণ্য সংগ্রহ করা যায় সে সম্পর্কেও জনসাধারণকে সচেতন করা সম্ভব হচ্ছে।

” ১ মিনিটের বাজার ” উদ্বোধন শেষে জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম সাংবাদিকদের বলেন- করোনা পরিস্থিতি শুরুর পর থেকে পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীর পাশে রয়েছে সেনাবাহিনী। আজকের এক কর্মসূচী সেনা বাহিনীর ধারাবাহিক সহযোগিতার একটি অংশ। এটি কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা। আলীকদমে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...