ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য মো. হেদায়েত হোসেনের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এই আদেশ দেন।
আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী আসামি হেদায়েতকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৯ অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বিভিন্ন বই, লিফলেট উদ্ধার করা হয়।
এরপর রাজধানীর ভাটারা থানায় র্যাবের ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।