নিজ নির্চাচনী এলাকায় পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ করেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ-সদস্য মো. মুজিবুল হক।
মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপণ শেষে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি শতভাগ সফল হবে আশা প্রকাশ করে সংসদ সদস্য মুজিবুল হক জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণের হাত থেকে রক্ষার একমাত্র উপায় বৃক্ষরোপণ।
তাই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রায় ৪৬৮টি গ্রামে বিভিন্ন প্রজাতির পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি বৃক্ষের সঠিক পরিচর্যা ও বেড়ে ওঠার জন্য সংশ্লিষ্টদের প্রতি মনিটরিং কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।