সাম্প্রতিক শিরোনাম

পলাশে মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বোরহান মেহেদী: নরসিংদীর পলাশে ‘শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে অভিভাবকগণের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, টিচার ট্রেনিং কলেজের প্রফেসর ড. রঞ্জিত পোদ্দার, শেখ শাহাবাজ রিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মোমেন, হারুন অর রশীদ, আব্দুল সাত্তার খান বাদল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, পৌর কাউন্সিলর শারমিন সুলতানা, সমাজ সেবিকা সায়মা সাফীজ সুমিসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
প্রধান অতিথি সৈয়দ জাবেদ হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। একজন রাজনীতিবিদও শিক্ষা ছাড়া রাজনীতি করতে পারেনা। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমি প্রথম বিভাগে এসএসসি পাশ করি। তারপর থেকে রা’জনীতিতে অন্তর্ভুক্ত হই।
পলাশে আমার প্রিয় নেতা আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি একজন এমবিবিএস ডাক্তার, অপরদিকে যিনি বি’রোধী দলে আছেন তিনিও একজন ডক্টরেট। তাই রা’জনীতিবিদ হলেও পড়াশোনা ছাড়া সম্ভব না। তিনি আরও বলেন, শিক্ষার মান বৃদ্ধিতে অভিভাবকদের দায়িত্ব অ’নস্বীকার্য।
শিক্ষার্থীরা যেন বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে না পরে সে দিকে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের দায়িত্ব হলো শিক্ষার্থীরা ঠিক মতো শিক্ষা প্রতিষ্ঠানে যায় কিনা, বাসায় ঠিকমতো লেখা- পড়া করে কিনা এবং পরীক্ষায় অংশগ্রহণ করে কিনা এসব বিষয়ে লক্ষ্য রাখা।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...