পল্লবী থানায় পুলিশ হেফাজতে জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার রায় ৯ সেপ্টেম্বর দ্বারা মুনতাহা মিহীর - August 24, 2020 শেয়ার FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintLINEViber মিরপুর পল্লবী থানায় পুলিশ হেফাজতে জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার রায় ৯ সেপ্টেম্বর ঠিক করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের এই দিন ঠিক করেন।