পাংশা পৌর-শহরে ‘জলাবদ্ধতা’ নিরশনে নেই কার্যকর উদ্যোগ

রতন মাহমুদঃ(রাজবাড়ী): মৌসুমী বায়ুর প্রভাবে বিগত কিছুদিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের কারনে রাজবাড়ির পাংশা পৌর-শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পরেছে অনেক মানুষ। শহরের বিভিন্ন এলাকা যেমন, পৌর-ভবনের ২ নং গেট থেকে লিজা হেলথ্ কেয়ার’র সামনে পর্যন্ত পাকা রাস্তাটি ডুবে গেছে। লিজা হেলথ্ কেয়ার সংলগ্ন মোড় থেকে সুফিয়া ক্লিনিক মুখি রোডের দিকে এগিয়ে পশ্চিম দিকে মাগুড়াডাঙ্গী মুখি ইটের সোলিং রাস্তাটি টানা জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী।


শহরের মৈশালা প্রাইমারি স্কুল’র পশ্চিমে শিকল সংগঠনের সামনে দিয়ে ঋষীপাড়ার ভিতর দিয়ে চলে যাওয়া পাকা রাস্তাটিতে দির্ঘদিন জলাবদ্ধতা রয়েছে। শহরের অভিজাত এলাকা বলে পরিচিত দত্তপাড়ার রাস্তাটি রয়েছে পানির নিচে। রয়েছে জলাবদ্ধতার কবলে। এছাড়াও জলানদ্ধতার কবলে রয়েছে কুড়াপাড়া ও পাংশা রেলওয়ে ষ্টেশনের সামনে সন্তোস বিশ্বাস ও চন্দন বিশ্বাস’র বাড়ী থেকে মৈশালা ওয়ালটন মোড় পর্যন্ত রাস্তা সহ শহরের বিভিন্ন এলাকা।

জলাবদ্ধতা নিরশনে কয়েক বছর আগে মূল শহর সহ দু একটি এলাকায় ড্রেন নির্মান করা হলেও সে ড্রেনের এখন ভঙ্গুরদশা। পৌর-বাসীর অভিযোগ জলাবদ্ধতা নিরশনে পৌর-কর্তৃপক্ষ উদাশ। এ সমস্যা সমাধানে তাদের নেই কোন কার্যকর উদ্দোগ। ভুক্তভুগিদের একজন বলেন, ঘড় থেকে বেরুলেই পানি, বাচ্চা-কাচ্চা নিয়ে রয়েছি চরম শংকার মধ্যে। অন্য একজন বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে আজকের এই অবস্থা। বিশিষ্টজনেরা বলেন, পৌর-শহরের প্রতিটি এলাকায় পানি বের হওয়ার জন্য ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় পৌরবাসীদেরকে এ দূর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যা উত্তরনে পৌর-কর্তৃপক্ষকে অতি দ্রুত কার্যকরি পদক্ষেপ নেয়া উচিৎ বলেও তারা জানান।