দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে। তাই অস্থির হয়ে কেউ পেঁয়াজ কিনবেন না। সাধারণ মানুষের কাছে একটা ম্যাসেজ পৌঁছানো দরকার, সেটা হলো- যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে কোনো সমস্যা হবে না।
রবিবার দুপুরে অনলাইনে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি ক্রেতাদের উদ্দেশে এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। কেউ যেন অস্থির হয়ে না যায়। আমাদের এখনো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে।
এ ছাড়া যদি কিছুটা কমও পড়ে, সেটি আগামী এক মাসের মধ্যে তুরস্ক, মিয়ানমার থেকে চলে আসবে। সব কিছু আমাদের হাতের নাগালেই আছে।
এদিকে অনলাইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে অর্ডার দিয়ে একজন ক্রেতা ৩৬ টাকা কেজি দরে এক দিনে আপাতত সর্বোচ্চ তিন কেজি পেঁয়াজ কিনতে পারবেন।