পেশাগত উৎকর্ষ অর্জন, জেনডার মেইনস্ট্রিমিং-এ অবদান রাখতে নারী পুলিশ সদস্যদের আইজিপি’র নির্দেশ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

পেশাগত উৎকর্ষ অর্জন, উপযুক্ত কর্মপরিবেশ তৈরী ও জেনডার মেইনস্ট্রিমিং-এ অবদান রাখতে নারী পুলিশ সদস্যদের প্রতি আইজিপি’র নির্দেশ।

পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রাখতে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। নারীর অধিকারকে সমুন্নত রাখতে সমাজে জেন্ডার মেইনস্ট্রিমিং বাস্তবায়নে অবদান রাখতে তাদের প্রতি আহবান জানান তিনি। দেশ ও মানুষের জন্য এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ পুলিশে কর্মরত সকল নারী সদস্যদের জন্য বন্ধুসুলভ ও নারীবান্ধব উপযুক্ত কর্মপরিবেশ তৈরীতে ভ‚মিকা রাখতে নির্দেশ দেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে।

আইজিপি আজ সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণকালে এ নির্দেশ প্রদান করেন। ঢাকার বাই‌রে কর্মরত কর্মকর্তাগণ অনলাই‌নে অংশগ্রহন ক‌রে‌ছেন এ সভায়। বিপিডব্লিউএন-এর সভাপতি জনাব আমেনা বেগম, অতি. পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় আইজিপি’র নিকট পেশাগত নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আইজিপি বলেন, ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে আমাদের সবাইকে দেশ ও মানুষকে নিয়ে ভাবতে হবে।

দেশ ও মানুষের স্বার্থে বাংলাদেশ পুলিশের পুরুষ সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারী সদস্যগণ যেখাবে কাজ করে যাচ্ছেন তা আরো শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় কাজের জন্য প্রস্তুত থাকতে হবে নারী কর্মকর্তাদেরকে। রাজধানীর বাইরে ও প্রত্যন্ত এলাকায় নারী কর্মকর্তাগণকে পাশে পেলে সংশ্লিষ্ট এলাকার নারী পুলিশ সদস্য ও এলাকার নারীগণ পুলিশের উপর অধিক আস্থা রাখতে পারবেন। একজন নারী পুলিশ কর্মকর্তা বা নারী পুলিশ সদস্যের নিকট অনায়াসেই তাদের সমস্যার কথা খুলে বলতে পারেন নারীরা। তাই, নারী পুলিশ সদস্যদেরকে মাঠ পর্যায়ে দেশের সকল এলাকায় কাজ করতে হবে। বাংলাদেশের নারী ও শিশুদেরকে আইন ও অপরাধ বিষয়ে অধিকতর সচেতন করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রত্যক্ষভাবে সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করার আহবান তিনি। সাইবার বুলিয়িং এর শিকার নারী ও শিশুদের পাশে থেকে তাদেরকে উপযুক্ত পুলিশিং ও আইনী সাপোর্ট দিতে নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, শান্তিরক্ষা মিশনে অত্যন্ত গৌরবময় অর্জন রয়েছে বাংলাদেশের নারী পুলিশ সদস্যদেরও। ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে অধিকহারে অংশগ্রহনের মাধ্যমে দেশের জন্য আরো সুনাম ও সুখ্যাতি বয়ে আনতে তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, করোনাকালে অনলাইনে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে বিভিন্ন দেশের নারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে বেস্ট প্রাকটিসেস শেয়ার ও মতবিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের গৌরব উজ্জ্বলতর করার উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। পরিশেষে, সকল প্রকার দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলস কাজ করার জন্য নির্দেশ দেন আইজিপি।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) হলো বাংলাদেশ পুলিশের সকল স্তরের নারী পুলিশ সদস্যদের একটি নেটওয়ার্ক।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored