সাম্প্রতিক শিরোনাম

বর্তমানে দেশের আইনশৃংখলা পরিস্থিতি অনেক উন্নত: এমপি জ্যাকব

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে। অতীতে অন্য যে কোনো সরকারের আমলের চেয়ে বর্তমানে দেশের আইনশৃংখলা পরিস্থিতি অনেক উন্নত। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার নতুন ডাবল কেবিন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জ্যাকব বলেন, ১৬ কোটি জনগণের এই দেশে বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ঘটলেও পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে অপরাধমূলক ঘটনা অনেক কম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে অর্থনৈতিক পরিস্থিতিও পৃথিবীর অনেক দেশ থেকে ভালো। করোনা মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ মাথা উঁচু করে আবারও বিশ্বের বুকে দাঁড়াতে সক্ষম হবে।

অতীতে বিএনপি-জামায়েতের রাজনৈতিক নৈরাজ্যের কারণে মানুষ এখন নেতিবাচক রাজনীতি সমর্থন করে না। দেশের মানুষ এখন আর সংঘাতের রাজনীতি চায় না, জঙ্গীবাদ সন্ত্রাস চায় না, দেশবাসী চায় উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়।

শেখ হাসিনার শাসনামলে শহরের ন্যায় গ্রামের সাধারণ মানুষও অনেক শান্তিতে বাস করছে বলে জানান তিনি।

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ, শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাহের ভূঁইয়া, মো. হোসেন চেয়ারম্যান, এনায়েত উল্লাহ সবুজ প্রমুখ। 

এদিকে শুক্রবার দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি চরফ্যাশনের তেতুলিয়া নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...