সাম্প্রতিক বন্যায়, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ১১৭ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র ওই সকল প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার তাগিদ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম, মো. ফরিদুল হক খান ও নুরুন্নবী চৌধুরী শাওন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে সরকারের ডেল্টা প্লানের অধীন বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলা মিলে ছয়টি জেলায় ৪৯টি প্যাকেজের মাধ্যমে ২০৫ কিলোমিটারের অধিক স্থানে নদী খননের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম কমিটিকে জানান, হাওর এলাকায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ৮০৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হচ্ছে।
আলোচনা শেষে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং মেরামতের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।
এ ছাড়া ঘূর্ণিঝড়ের পর দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধের সর্বশেষ পরিস্থিতি জানতে চাওয়া হয়।