বাংলা, বাঙালি ও স্বাধীনতার বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে অস্বীকার করে কখনও বাঙালি হওয়া হওয়া যায় না।
সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির স্বাধীনতা একই সূত্রে গাঁথা এবং অবিচ্ছেদ্য অংশ। বাঙালির পরাধীনতার শেকল ভাঙার স্বপ্ন বুননে ও মাথা উচুঁ করে দাঁড়ানোর পথ তৈরিতে মহানায়কের ভূমিকায় যিনি কাজ করেছেন তিনিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লাসহ দোহার থানা পুলিশ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দোহার উপজেলা প্রশাসন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল উপস্থিতিতে এ কথা বলেন।