ঘষামাজা করা গাড়িতেই ঈদে দূরপাল্লার যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছেন বাস মালিকরা। করোনাভাইরাসের কারণে গত মার্চের শেষ সপ্তাহ থেকে গণপরিবহন বন্ধ থাকলেও মাঝখানে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা উপেক্ষিত হয়েছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি। বর্তমানে রাজধানীর অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লায় যেসব বাস চলাচল করছে সেসব বাসের হেলপার, কন্ডাক্টরদের কারো কারো মুখে মাস্ক দেখা গেলেও হাতে গ্লাভস, গায়ে পিপিই নেই। ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ছাড়াই বাসের কন্ডাক্টর যাত্রীদের কাছে গিয়ে ভাড়া আদায় করেন। হেলপার দাঁড়িয়ে থাকেন বাসের দরজায়। তাঁদেরও নেই ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী। অথচ হেলপারের গা ঘেঁষেই যাত্রীদের বাসে উঠতে হয়। আবার একই সময়ে একাধিক যাত্রী প্রতিযোগিতা করে বাসে উঠতে গিয়ে গা ঘেঁষাঘেঁষি করে। আর যাত্রীরা বাসে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে দেওয়া হয় ব্লিচিং পাউডার মেশানো পানি, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ অবস্থায় ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে আদৌ স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে কি না তা নিয়ে বাস মালিকরাও সংশয়ে আছেন।
করোনার আগে স্বাভাবিকভাবে প্রতিদিন ঢাকার সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে বিভিন্ন জেলায় প্রায় ছয় হাজার বাস যাতায়াত করত। ঈদের সময় তা বেড়ে দাঁড়াত ১০ হাজারে। এবার এখনো যাত্রী নেই। ঈদে তেমন যাত্রী হবে বলেও মনে হয় না। তবে স্বাস্থ্যবিধি মেনেই বাস চালানোর চেষ্টা করব। আর হঠাৎ যাত্রীর চাপ বাড়লে কী হবে, তা এখনই বলা মুশকিল।’
অন্যদিকে এবার এখন পর্যন্ত দূরপাল্লার যাত্রীদের আগাম তৎপরতা দেখা যায়নি। ঈদে বাড়ি যেতে কোনো যাত্রী অগ্রিম টিকিট কিনেছে বলেও জানা যায়নি। ফলে ঈদে আদৌ যাত্রীর চাপ বাড়বে কি না, তা নিয়েও সংশয়ে আছেন বাস মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক মালিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু কালের কণ্ঠকে বলেন, ‘ঈদে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে শ্রমিক-মালিকদের সমন্বয় ছাড়া স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো দুরূহ ব্যাপার। শ্রমিক-মালিক উভয়কেই স্বাস্থ্যবিধির বিষয়টি মেনে চলতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment