বিনামূল্যে সার, বীজ, কীটনাশক পাচ্ছেন কৃষকরা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। তারই উদ্যোগে এদেশের কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজ, কিটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন।

শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে তিনি এ কথা বলেন।

এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রুপের ১৫০ জন কৃষকের মধ্যে পাওয়ার টিলার, ধানকাটা মেশিন, ধান মাড়াই যন্ত্র, সেচ পাম্প, ফুট পাম্পসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।