বিভাগ সারাবাংলা

বিমানের ফ্লাইট বাংলাদেশে নিষিদ্ধ, সাত দেশ ছাড়া সব দেশের

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

দেশের বিমানবন্দরগুলোতে সাত দেশ বাদে সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা বলবত্ থাকবে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত। গতকাল রাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ঢাকার সঙ্গে চীন, যুক্তরাজ্যের লন্ডন, মালয়েশিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা, আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা রুটে ফ্লাইট চলাচল করবে। তবে নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো থেকে কার্গো, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে। এ প্রসঙ্গে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব এড়াতে ৬ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট) ফ্লাইট বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।

করোনা ভাইরাসের কারণে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদশ এয়ারলাইন্স। সরকারের কাছ থেকে প্রণোদনার ১ হাজার কোটি টাকা পাওয়ার পর নড়েচড়ে বসেছিল ম্যানেজমেন্ট। বিপর্যয় কাটিয়ে আন্তর্জাতিক রুট শুরু করেছিল। কিন্তু করোনার বিস্তার ও মহামারির ভয়াল পরিস্থিতির কারণে অধিকাংশ দেশের সিভিল এভিয়েশনের অনুমতি না পাওয়ায় থমকে যেতে হলো বিমানকে। গতকাল থেকে আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট চালুর নির্ঘণ্ট প্রণয়ন করলেও দুবাই সিভিল এভিয়েশনের বাধার কারণে সেই চেষ্টাও ভেস্তে গেছে। অবশেষে সব আন্তর্জাতিক রুট স্থগিত করে দিতে হয়েছে গত রবিবার রাতে।

ফ্লাইট চলাচলের বিষয়ে ১৮ জুন বেবিচকের জারি করা সর্বশেষ সার্কুলারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও তুরস্কের নাম ছিল। সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিল করে এই দেশগুলোর এয়ারলাইন্সকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স, মালয়েশিয়ার মালিন্দো ও শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

লন্ডন বাদে আন্তর্জাতিক রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া বিমান জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটেও বিমানের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বলবত্ থাকবে। বিমান জানায়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সিভিল এভিয়েশন ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু পরে অনুমতি বাতিল করায় এই ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…

March 3, 2024

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024
Sponsored