দিনাজপুর প্রতিনিধিঃ
সরকারি নির্দেশ মোতাবেক দিনাজপুর জেলার,
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিরাপত্তা জোরদারে অস্ত্রধারী আনসার সদস্যগণ ডিউটি শুরু করেছে।
বিরল উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা জানান, পরিচালক ১১ বি, এন ও জেলা কমান্ড্যান্ট ( অতিঃ) দিনাজপুর আব্দুল মজিদ মহোদয় এর নির্দেশনা মোতাবেক গত ০৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তা রক্ষায় অস্ত্রধারী আনসার সদস্যগণ দিন ও রাতে দুই শিফটে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন।
গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে বিরল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি আনসার সদস্যদের দায়িত্ব পালনে সতর্ক থাকার আহবান জানান।