বিরলে স্বেচ্ছাশ্রমে করোনা ভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির মাঝে ঘরে বসে শুধু শুধু সময় অপচয় না করে নিজেদের গ্রামের বিলীন হতে চলা একটি ভগ্ন প্রায় রাস্তা মেরামত করেছে একদল যুবক।
উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রাম হতে ইউনিয়ন পরিষদে যাওয়ার এ রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় তরুণ সমাজ সেবক আজিমুল ইসলাম।
সবাই যে সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় একে অপরের সহযোগিতায় লিপ্ত সেসময় নিজ গ্রামের চলাচলের অনুপযুক্ত রাস্তাটিকে কিভাবে মেরামত করা যায় এমন চিন্তাধারা থেকে আজিমুল ইসলাম কিছু খালি বস্তা সংগ্রহ করে নিজে কোদাল দিয়ে মাটি ভরাট শুরু করেন। তাঁর এ কাজ দেখে গত ৩ দিনে গ্রামের সমবয়সী অন্যান্যরাও সহযোগিতায় এগিয়ে আসেন এবং নিজেরাও কোদাল এবং ডালি হাতে নেন। ফলে অল্প সময়ের মাঝেই রাস্তাটি দেয়ে এখন সকল প্রকার যানবাহন যাতায়াত উপযোগী হয়েছে।
এছাড়াও আজিমুল লকডাউনের পর থেকে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে। বিভিন্ন গ্রামে ঘুরে, ঘুরে গরীব ও কর্মহীন মানুষের মাঝে সাহায্য করে যাচ্ছেন। আজিমুল বরাবরই একজন প্রচার বিমুখ মানুষ। সে সব সময় চায় মানুষকে সাহায্যে করতে।
আজিমুল ইসলাম এর সাথে সহযোগী ছিলেন আবুল বাসার, আবু সাইদ, জবেদুর, আবু রায়হান, কামাল হসেন, আশরাফুল, আনোয়ার, জীবন, সাদেকুল, আমিনুল, ফরাদুল, ইসা মোহাম্মদ, নুর মোহাম্মদ নুরুসহ আরো অনেকে।