মঙ্গলবার সচিবালয়ে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটি গত সোমবার রাতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ২০টি সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানির বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হলে এ সংক্রান্ত অবহেলাজনিত মামলাটি হত্যা মামলা (ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারা) হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, গত ১১ বছরে দেশের অন্যান্য সক্টেরের ন্যায় নৌ সেক্টরকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হয়েছে, অনেকটা শৃঙ্খলার মধ্যে এসেছে। ভিটিএস, ট্রেনিং ইন্সটিটিউট, প্রশিক্ষণ ভেসেল তৈরি করা হয়েছে। বাংলাদেশে একটি মেরিন একাডেমি ছিল। নতুন চারটি মেরিন একাডেমি করা হয়েছে। বাস্তবতার নিরিখে কাজ করা হচ্ছে।
ঢাকা সদরঘাটের ওপারে ডকইয়ার্ড স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।