নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, করোনার এ জাতীয় দুর্যোগ মোকাবেলায় রাজনৈতিক ভেদাভেদ ও আত্ম অহমিকা ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। শামীম ওসমান বলেন, মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বে অর্থনীতিতে যে মহামন্দা আসছে তা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। অথচ করোনা দুর্যোগের এই দুঃসময়ে দেশে কিছু মানুষ আর্থিকভাবে লাভবান হতে অসৎ পথ বেছে নিয়েছে। অর্থের বিনিময়ে ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রি করে মানুষের সঙ্গে যারা প্রতারণা ও চুরি করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে।
রবিবার বিকেলে শামীম ওসমানের ব্যক্তিগত ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভাষা সৈনিক কামাল লোহানী, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার যে সব মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।