সাম্প্রতিক শিরোনাম

ভোলা সদরে বেড়ি বাঁধ ভেঙ্গে ৬টি গ্রাম প্লাবিত

মামুনুর রশিদ টিটুঃ নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাঁধে ভাঙতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির চাপে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদ ছবুল্লা গ্রামে পাউবোর বেড়ি বাঁধ ভেঙ্গে আশপাশের অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে ভোলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি পাত হয়। সকাল পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তার সাথে স্বাভাবিকের চাইতে বিপদ সীমার উপর দিয়ে মেঘনার পানি প্রবাহিত হতে থাকে। ফলে জোয়ারের পানি বেড়ি বাঁধের উপর দিয়ে লোকালয়ে ডুকে পড়ে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করায় উত্তাল মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ভোলার চার উপজেলার বেড়ি বাঁধের ভিতরে ও বাইরে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৈরী আবাওয়ার কারনে বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি ও ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল।

বৃহস্পতিবার তীব্র জোয়ারের পানির চাপে পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদ ছবুল্লা গ্রামে পাউবোর প্রায় ১৫ মিটার বেড়ি বাঁধ ভেঙ্গে যায়। বিকালে ফের জোয়ার এলে ওই ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি হুহু করে কয়েকটি গ্রামে প্রবেশ করে। এতে ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয় কয়েক হাজার ঘর বাড়ি। ভাসিয়ে নিয়ে যায় জমির ফসল, পুকুরের মাছ। এছাড়াও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেড়ি বাঁধের বাইরের ভোলার রাজাপুর, ধনিয়া, কাচিয়া, শিবপুর, দৌলতখানের মদরপুর, ভবানিপুরের চর হাজারীসহ ৭, ৮ নম্বর ওয়ার্ড, সৈয়দপুর, চরপাতা, বোরহানউদ্দিন, মনপুরা, তজুমদ্দিনের অন্তত ২০ গ্রাম। পানি বন্দি হয়ে পড়ে পড়েছে হাজারো মানুষ। জোয়ার এলে পানি বন্দি হয়ে এসব গ্রামের পরিবার গুলো চরম দুভোর্গে পড়ে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ইলিশা মুরাদ ছবুল্লা এলাকায় ভেঙ্গে যাওয়া ১৫ মিটার বাঁধ তারা মেরামতের উদ্দ্যোগ গ্রহণ করেছেন। পানির চাপ কমে গেলে তারা দ্রুত তারা মেরামত করবেন।

ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিসের ব্যবস্থাপক কে এম এমরান খান জানান, দুযোর্গপূর্ন আবহাওয়া হওয়ায় কারনে তারা ভোলা লক্ষ্নীপুর রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া ভাল হলে ফের চালু হবে। কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রীরা। ২ পাড়ে আটকা পড়েছে শত শত পরিবহন।

এছাড়া ভোলা বিআইডব্লিউটিএর নদী বন্দরের সহকারি পরিচালক মো: কামরুজ্জামান জানান, নদী উত্তাল হওয়ায় ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...