মনে হয় রাস্তা নয় যেন একটা পুকুর

মদন পৌর এলাকার রাস্তাগুলো সংস্কারের অভাবে গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে মিনি পুকুরে পরিণত হয়েছে।

চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক বেহালে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পিচ, পাথর ও সুড়কি উঠে গিয়ে ভেঙে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান জানান, আমি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। টেন্ডার হয়েছে, দ্রুত কাজ শুরু করবে।

মূল রাস্তা হচ্ছে নির্বাহী প্রকৌশলী বিভাগের, বাকি রাস্তা হচ্ছে এলজিইডির। আমি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। রাস্তাটি টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু করবে।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম জানান, মদনের কাজটি দ্রুত শুরু করতে বলেছি।