সকল মসজিদে বিশেষ করে যে সকল মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে সে সকল মসজিদে বৈদ্যুতিক সংযোগগুলো শর্টসার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনসহ গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে জরুরি ভিত্তিতে পরীক্ষা ও মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের সকল মসজিদের বৈদ্যুতিক সংযোগগুলো শর্টসার্কিটসহ বিভিন্ন দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে পরীক্ষা ও মেরামত করার আহ্বান জানানো হয়েছে।
আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তি এ আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুল সালাত জামে মসজিদে এশার নামাজ আদায় করার সময় অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিনসহ ২৪ জন মুসল্লি মৃত্যুবরণ করেন এবং অনেকেই অগ্নিদগ্ধ হন।