দেবব্রত দেবু,মাগুরা প্রতিনিধি : মাগুরায় বজ্রপাতে এক নারী সহ তিনজন মৃত্যুবরণ করেছে। মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে কাওছার শেখ (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে মহম্মদপুর উপজেলা সূর্যকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাওছার শেখ বৃষ্টির মধ্যে ঘরের খুটি মেরামতের কাজ করছিল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয় এবং তার ছেলে কোরবান আলী আহত হন। কাওছার ওই গ্রামের মৃত মেছের শেখের ছেলে।
এদিকে মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের দারিয়াপুরে বজ্রপাতে বেদেনা বেগম (৩৫)নামে এক নারীর মৃত্যু হয়েছে । তার স্বামী আশরাফুল আলম জানান, বিকালে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
এছাড়াও শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম মিজানুর রহমান খাঁন, বয়স ৫৫ বছর। এলাকাবাসী জানায় বিকাল ৪ টায় বজ্রপাতের সময় তিনি কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় প্রচন্ড বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন। মিজানুর রহমান খাঁন হামিদুর রহমান খাঁনের পুত্র।