সাম্প্রতিক শিরোনাম

মানবাধিকার তৃণমূল কেন্দ্রের ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

গত  ৩রা নভেম্বর ২০১৯ মানবাধিকার তৃণমূল কেন্দ্র ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার যৌথ সাংগঠনিক সভা তৃণমূল কেন্দ্র ঈশ্বরদী কার্যালয় পাবনা রোড ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি নায়েক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গত ১০ অক্টোবর ঈশ্বরদী ছলিমপুর ইউনিয়নের মানবাধিকার তৃণমূল কেন্দ্র কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয় ব্যয় হিসাব উপস্থাপন করা হয় এবং অনুমোদন করা হয়। এছাড়াও সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তৃণমূল কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খায়রুল ইসলাম কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সমিত জামান  ঈশ্বরদী উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও মিতালী বিশ্বাস ঈশ্বরদী পৌর কমিটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ নির্বাহী সদস্য আসাদুজ্জামান আকাশ উপজেলা কমিটির দপ্তর সম্পাদক মো মঈনউদ্দীন সহ প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কেন্দ্রের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আ ত ম শহীদুজ্জামান নাসিম। প্রধান বক্তা তৃণমূল কেন্দ্র কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান   সফল সার্থক ভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সাথে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তৃণমূল কেন্দ্রের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম লিটনের প্রতি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করায়। এছাড়াও তিনি বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন এবং বলেন যে সাধারণ সদস্য আগামী এক মাসের মধ্যে ১০০ জন সদস্য সংগ্রহ করতে পারবে এবং তার সংরক্ষিত সদস্যের শতকরা ৫৫ভাগ সদস্য সক্রিয় থাকবে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সবশেষে সভাপতি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং সবাইকে নিয়মানুবর্তিতা মেনে চলার আহ্বান জানান। সভায় ৩রা নভেম্বর কলঙ্কচিহ্ন জেলহত্যায় শাহাদাতবরণকারী জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...