সাম্প্রতিক শিরোনাম

মানবাধিকার তৃণমূল কেন্দ্রে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন

” সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করারও এর মূল উৎপাটনে শপথ গ্রহণের মধ্য দিয়ে ঈশ্বরদীতে মানবাধিকার তৃণমূল কেন্দ্র ৪৯ তম বিজয় দিবস উদযাপন করেছে।

” মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ই ডিসেম্বর সকালে মানবাধিকার তৃণমূল কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাক্ষী এবং পাবনা জেলা সাক্ষী সুরক্ষা রাষ্ট্রীয় কমিটির সদস্য আ ত ম শহীদুজ্জামান নাসিমের নেতৃত্বে বিপুল সংখ্যক মানবাধিকার বিপুলসংখ্যক মানবাধিকার সংগ্রামী ঈশ্বরদী বিজয়স্তম্ভে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তারা শহীদদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মানবাধিকার তৃণমূল কেন্দ্রের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম বলেন আমরা যুদ্ধ করেছিলাম একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বেকারত্ব মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত ধর্মনিরপেক্ষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য তাতে আমরা প্রাথমিকভাবে সফল ও হয়েছিলাম কিন্তু ১৯৭৫ সালের মর্মান্তিক কাল রাতে পট পরিবর্তনের পরে পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানপন্থী বাংপাকিরা দেশের ক্ষমতার মূল কেন্দ্রে চলে আসে এবং পাকিস্তানি মডেলে বাংলাদেশকে পরিচালনা করতে থাকে অনেক সংগ্রামের পর আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা আবারও নতুন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পথে এগিয়ে চলেছি।

অনেক চড়াই-উতরাই পাড়ি দিয়ে আমরা স্বনির্ভরতা অর্জনের পথে অনেক ধাপ এগিয়ে গেছি তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা।

এই পদ্মা সেতু আমাদের এবারের ৪৯ তম মহান বিজয় দিবসের জাতির প্রতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তবে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে।

এই বিজয়ের মাসেই কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেছে দুষ্কৃতকারীরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে দেশের সকলে যে সকল স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রয়েছে সেই সকল জায়গায় নিরাপত্তাব্যবস্থা বৃদ্ধি করতে হবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...