মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে এক পুলিশ সদস্য ও হরিরামপুরে এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঘটনায় শিবালয়ের ৩টি ওয়ার্ডের ৮টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বীর বাসাইল, কলাবাগান এলাকার, আদম আলী শেখের ছেলে মহিউদ্দিন গোপালগঞ্জের মকসুদপুর থানায় কনস্টেবল পদে চাকরি করেন। গত ৬ এপ্রিল তিনি ঠান্ডা-কাশি নিয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসলে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। পুলিশ সদস্য মহিউদ্দিনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মহিউদ্দিনের বাড়িসহ ওই ইউনিয়নের ৮টি গ্রাম লকডাউন করা হয়েছে।
এদিকে হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের দেলোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জে প্রেসের ব্যবসা করেন। তিনি গত ৮ এপ্রিল ঢাকা থেকে নিজ গ্রামে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইইডিসিআর থেকে তার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তের বাড়িসহ ৩ টি এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।