মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় কার্তিক সাহা নামে একজন এবং সকাল ৯টায় আব্দুর রাজ্জাক নামে আরেকজনের মৃত্যু হয়।
তারা দু’জনই করোনা পজিটিভ হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
জানা গেছে, কার্তিক সাহার বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে।
আর আব্দুর রাজ্জাকের বাড়ি হরিরামপুর উপজেলার বিজয় নগর এলাকায়।
বিশিষ্ট ব্যবসায়ী কামরুদ্দিন রেজা জানান, আব্দুর রাজ্জাক আমার ফার্মে একমাস আগে যোগদান করেন। ৫ জুলাই করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, দ দু’জনই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়।
এ নিয়ে মানিকগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৬৭ জন।