মালয়শিয়া প্রবাসীদের আতংকের নাম শিরাজ

 
মালয়শিয়া প্রতিনিধি কামরুল ইসলাম,

মালয়শিয়া প্রবাসী সকল বাংলাদেশীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, এই লোকটার সাথে কাজ করা থেকে বিরত থাকুন।

এই লোক গত ছয় মাস আগে কুয়ালালামপুর শহরের কেপং জালান মেট্রো পারডানা নামক একটি জায়গায় ১৩ হাজার স্কয়ার মিটারের দুটি বিল্ডিং এর এ্যালমুনিয়ামের কাজ করিয়ে ৬০ জন  প্রবাসী বাংলাদেশীদের দুমাসের বেতন দেয়নি। যা প্রায় ৩ লাখ রিঙ্গিত বা বাংলাদেশী টাকায় ৬০ লাখের বেশি।

এই লোক আরো একবছর আগে গেনতিং পারমাইের ১টি প্রজেক্ট থেকে ৩০ জন বাংলাদেশী প্রবাসীদের একমাসের বেতন এক লাখ রিঙ্গিত মেরে দেয় যা বাংলাদেশী টাকায় ২০ লাখের বেশি।

এখন নতুন একটি কাজ নিয়েছে কুয়ালালামপুর শহরের বুকিত জলিল এলাকায়, এতি পুর্বেই বিভিন্ন লোকের কাছে ফোন কল করে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের কাজে নেওয়ার চেস্টা করছে।

তার কাজই হলো শ্রমিকদের মিথ্যে কথার ফাঁদে ফেলে কাজ করিয়ে টাকা না দেয়ার এবং বেতন চাইলে পুলিশের ভয় ও তামিলদের দিয়ে মার খাওয়ানোর ভয় দেখানো।

তার আত্মীয় মারফৎ জানা যায় তিনি ঢাকা শহরের কাছে একটি এলাকায় ৫ কাঠা জমি ক্রয় করেছে যার বাজার মূল্য ৭০ লাখ টাকা। 

তার ঠিকানা –

 নাম – মোঃ শিরাজুল (শিরাজ)

গ্রাম- জামাল মাদবর কান্দি

থানা – জাজিরা

জেলা – শরীয়তপুর