৩১ আগস্ট নির্ধারিত সময় পার হয়ে গেলেও লক্ষ্যমাত্রার অর্ধেক ধান-চালও কিনতে পারেনি খাদ্য মন্ত্রণালয়। এ পরিপ্রেক্ষিতে খাদ্য সংগ্রহ অভিযান আরো ১৫ দিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে সরকারি ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে অফিস স্মারক জারি করা হয়েছে।
বোরো মৌসুমে ধান ও চাল মিলিয়ে মোট ১৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার।
লক্ষ্যমাত্রার আট লাখ টন ধানের মধ্যে গত চার মাসে মাত্র দুই লাখ টন এবং সাড়ে ১১ লাখ টন চালের মধ্যে ছয় লাখ টন সংগ্রহ হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে আট লাখ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৬ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়েছিল।
লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৩১ আগস্ট পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে অর্ধেক লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারেনি খাদ্য মন্ত্রণালয়। ধান-চাল সংগ্রহ চলাকালে প্রত্যাশিত গতি না থাকায় খাদ্যমন্ত্রী বিভিন্ন সময় ধান-চাল সরবরাহকারীদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু বাস্তবে তা কোনো কাজে আসেনি।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) তাহমিদুল ইসলাম বলেন, অর্ধেকেরও কম লক্ষ্যমাত্রা অর্জনের কথা স্বীকার করেন।
তবে তিনি বলেন, খাদ্য সংগ্রহের জন্য বাড়ানো ১৫ দিনের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment