রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজে জড়িত ৭৬ কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে সাহেদ করিমসহ রিজেন্ট হাসপাতালের পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা হয়। প্রতারণাসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মামলাটি করেন মেট্রোরেল প্রকল্পের শ্রমিক সাপ্লাইয়ের একটি কোম্পানি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা।
মেট্রোরেল প্রকল্পের শ্রমিক সাপ্লাইয়ের দায়িত্বে থাকা ‘এসিট করপোরেশনের’ প্রশাসনিক কর্মকর্তা সোমবার রাতে মামলাটি করেন। সেই মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম, এমডি মাসুদ পারভেজ, মিজানুর রহমানসহ পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মেট্রোরেলে কর্মরত ৭৬ কর্মীর করোনার পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য সাড়ে ৩ হাজার করে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু টেস্ট না করেই ভুয়া ফলাফল দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ভুয়া রিপোর্টের কারণে কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে। এভাবে তারা রিজেন্ট হাসপাতালের মাধ্যমে প্রতারিত হয়েছেন।