মেডিকেল ভর্তিতে প্রথম স্থানে পাবনার মেয়ে মিশরী

গত শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তিতে প্রথম স্থানে অধিকার করেছে পাবনার মেয়ে মিশরী মুনমুন।

তার প্রাপ্ত নাম্বার ৮৭ দশমিক ২৫। সে পাবনা এডওয়ার্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ।

মিশরী মুনমুন পাবনা সরকারী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মিশরী তার বাবা আবদুল কাইয়ুম পাবনার স্কয়ার গ্রুপে চাকরি করেন। মিশোরীর এমন অর্জনে গর্বিত পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ সমস্ত পাবনাবাসি।