মাদকের মামলায় রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ভায়রাসহ দুজনের এক দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী (৬১) ও তার গাড়িচালক মাহমুদুল হাসান (৪০)।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা-ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল-সম্বলিত ৪৮টি চেক বইয়ের পাতাও জব্দ করা হয়।
এর আগে আশুলিয়া থানা পুলিশ এ দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের দু’জনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় প্রাইভেটকারে থাকা গিয়াস উদ্দীন জালালী ও গাড়িচালক মাহমুদুল হাসানকে। তাদের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল-সম্বলিত প্রিমিয়ার ব্যাংকের চেক বইয়ের ৪৮টি পাতা ও রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংকের চেক বই পাওয়া যায়। পরে তাদের পরিচয় নিশ্চিত হন র্যাব সদস্যরা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment