রিজেন্ট হাসপাতালের পলাতক মালিক সাহেদ করিম প্রতারক জগতের আইডল বলে মন্তব্য করেছেন র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ।
তার প্রতারণার ধরন একটি অনন্য ধরন। তবে যেকোন সময় যেকোনো মুহূর্তে শাহেদকে আমরা গ্রেপ্তার করবো।
আজ সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আশিক বিল্লাহ জানান, শাহেদ করিম সম্পর্কে নতুন নতুন অনেক অভিযোগ আসছে তাদের কাছে।
সর্বশেষ অভিযোগ এসেছে রিজেন্ট কলেজ বা রিজেন্ট ইউনিভার্সিটি সম্পর্কে। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনি জাল সার্টিফিকেট দিয়েছেন। ফলে শুধু শিক্ষার্থীদের জীবনই নষ্ট হয়নি, ব্যক্তিজীবনও ক্ষতির সম্মুখীন হয়েছে।
তিনি বলেন, সাহেদ করিম যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য র্যাব সহ সব সংস্থা একযোগে কাজ করছে।
এ পর্যন্ত সাহেদ করিমের বিরুদ্ধে ৫০টির বেশি মামলার তথ্য পাওয়া গেছে এবং সব মামলাই প্রতারণার- এ তথ্য জানিয়ে র্যাবের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা আশিক বিল্লাহ বলেন সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্যে ভুক্তভোগী মানুষরাই এগিয়ে আসছে।
প্রতারিতরা অনেকে আইনগত পদক্ষেপ নিয়েছেন। আশা করি এগুলো আইনগতভাবেই নিষ্পত্তি হবে।