প্রতিনিধি জ্জামান সুমিত রূপপুর থেকে দাশুড়িয়া পর্যন্ত মহাসড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে!মূল রাস্তায়
এত বড় বড় ছড়ানো ছিটানো পাথর। দ্বিচক্রযান পরিচালনা খুবই ঝুঁকি সাপেক্ষ। মূল রাস্তার পাশে সরু রাস্তায় কুচি কুচি পাথরে ভরা।
মূল রাস্তা হতে উঠে গিয়ে সরু রাস্তায় জমায়িত হয়েছে। ফলে এই রাস্তায় দ্বিচক্রযান (বিশেষ মোটরসাইকেল) চালানোর সময় সমূহ বিপদ দেখলেও তাৎক্ষণিক থামানো সম্ভব হয় না।যার ফলে ঘটছে দূর্ঘটনা।
ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। হয়ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিম মৃত্যু বরণ করছে। নিভে যাচ্ছে একটি পরিবারের আশার বাতি!
সড়কের বিশৃঙ্খলার জন্য আর কোন মৃত্যু দেখতে চাই না। সেজন্য কতৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।