সাম্প্রতিক শিরোনাম

রূপপুর পারমাণবিকের দু্ই বিদেশির ঢাকায় মৃত্যু, একজনের আত্মহত্যা অন্যজন করোনায়

রাজধানীতে পৃথক হাসপাতাল থেকে দুই বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমন্ডির ল্যাবএইড ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- মিখাইল স্টেলম্যাখ (২৯) ও বেলাগো রোদভ (৫৬)। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

দুজনই পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটিতে চাকরি করতেন। তারা করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। ঢামেক সূত্র জানায়, মিখাইল স্টেলম্যাখ রিপাবলিক অব বেলারুশের নাগরিক। তার বাবার নাম ইভান।

গত ২৫ আগস্ট অসুস্থ অবস্থায় ধানমন্ডির ল্যাবএইড হসপিটালে ভর্তি হন তিনি। সেখানে একাধিকবার করোনা টেস্টে একবার পজিটিভ, আরেকবার নেগেটিভ হয়েছিলেন। হাসপাতালে ভর্তির আগে তিনি দীর্ঘদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। রবিবার রাতে ল্যাবএইডের ছয়তলার বাথরুমের জানালার থাই গ্লাস ভেঙে লাফিয়ে নিচে পড়েন। পরে হাসপাতালের লোকজন তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টায় মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) হাসিনুজ্জামান জানান, কীভাবে ওই বিদেশির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ বলা যাবে না।

ইউনাইটেডে আরেক বিদেশির মৃত্যু : এদিকে গত ৭ সেপ্টেম্বর করোনা পজিটিভ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন রাশিয়ান নাগরিক বেলাগো রোদভ। তার বাবার নাম রিমোবেচ জিওরজি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, তদন্তের প্রয়োজনে কোনো বিদেশির মৃত্যু হলে ময়নাতদন্ত করে রাখার নিয়ম আছে। ঢাকার দূতাবাসের ইচ্ছার কারণেই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...