মোঃ আমিনুল ইসলাম
বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম দক্ষিণ জেলাঃ
গতকাল সারাদেশে লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ালে ৩৫ টাকার লবণ ৫০টাকায় বিক্রি হয় লোহাগাড়া উপজেলার আমিরাবাদের বিভিন্ন দোকানে। বিষয়টি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব, তৌসিফ আহমেদ ,উপজেলা সহকারী আফিসার ( ভূমি) পদ্মাসন সিংহ জানতে পারলে বেশি দামে লবণ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত লোহাগাড়া বটতলী স্টেশনের দোকান গুলোতো উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তৌছিফ আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় অতিরিক্ত দামে লবণ বিক্রি করার অপরাধে বটতলীর কাঁচা বাজারের তানভীর ষ্টোরকে ৫ হাজার টাকা, কামাল ষ্টোর ২০ হাজার টাকা, হাজী আলী এন্ড সন্সকে ১০ হাজার টাকা অপরদিকে আলুঘাট রোডে মেসার্স ফরিদ ষ্টোর ২০ হাজার টাকা ও এম রহমান এন্ড সন্স ২৫ হাজার টাকা জরিমনা করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌছিফ আহমেদ কাছে জানতে চাইলে তিনি বলেন লোহাগাড়াসহ সারা দেশে পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ রয়েছে।
একটি চক্র দেশকে অস্থিতিশীল করার লক্ষে গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার পাশাপাশি গুজবে বিভ্রান্তি না হওয়ার আহবান জানান। এছাড়াও কোথাও কোনো দোকানদার বেশি দামে লবণ বিক্রি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি। প্রসঙ্গত, গতকাল সকালে গুজব উঠে প্রতি কেজি লবণের মূল্য ৫০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। লবনের অনেক ঘাটতি দেখা দিয়েছে। এমন গুজব ছড়িয়ে পড়লে সকাল থেকেই লোহাগাড়ার উপজেলার দোকানগুলোতে লবণ কিনতে ক্রেতার ভিড় পড়ে যায়।