নাটোরের লালপুরে প্রথম একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (০৪ মে) রাতে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আমিনুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিনের সাপটিং পারর্সন।
গত ২ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সোমবার সন্ধ্যায় প্রাথমিকভাবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানায় ।
তিনি বলেন, ওই ব্যক্তি করোনা পজেটিভ হওয়ায় সোমবার থেকে লালপুর হাসপাতালের টেলিমেডিসিন সেবা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি জানান, লালপুরে প্রথম একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। সরেজমিনে গিয়ে লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।