সাম্প্রতিক শিরোনাম

শরীয়ত বয়াতীর মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন মিছিলে পুলিশের বাধা।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে শহরের চিত্রামোড়ে এই মানববন্ধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে চিত্রা মোড় থেকে দড়াটানার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়কে ঢুকলে পুলিশ বাঁধা দেয়। এ সময় মিছিলের অগ্রভাগে থাকা সাংস্কৃতিক সংগঠন গুলোর নেতাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিলটি মুজিব সড়ক দিয়ে এগিয়ে যায়।
এদিকে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তরু, সাবেক সভাপতি সুকুমার দাস, তীর্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (মার্কসবাদী) জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লু এসময় বক্তারা বলেন, আউল বাউল লালনের দেশ বাংলাদেশ। তাদের হয়রানি করে, তাদের জেলে রেখে বাংলাদেশে এখন কোন দিকে যাচ্ছে তা আমাদের ভাবতে হবে। আমাদের দেশে সংস্কৃতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে।
একাত্তরের পূর্বে সাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের মানষে এমন তৎপরতা চলেছিল। কিন্তু এদেশের বিবেকবান মানুষ তা হতে দেননি। সেদিন তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি আজও হবে না। এজন্য সমগ্র বিবেকবান মানুষ এবং সংস্কৃতি কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...