শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সকাল ১০টার দিকে শার্শার শিকারপুর-ধান্যখোলা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
ভোরের দিকে তাকে গুলি করে হত্যা করা হয় বলে ধারনা করা হচ্ছে।
তারা সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান ভারত সীমান্তের কাটা তারের বেড়ার পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে।
কিছুক্ষন পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। এলাকার লোকজনের ধারনা নিহত যুবক চোরাচারালানির সাথে জড়িত থাকতে পারে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা ক্যাম্পের ইনচার্জ সুবেদার শহিদুল ইসলাম বলেন, ২৭ নং পিলার থেকে ২০০ গজ দুরে ভারতীয় কাঁটাতারের নিকট একটি লাশ পড়ে ছিল।
তবে লাশটি কোন বাংলাদেশির না ভারতীয় তা জানা যায়নি। এলাকার কেউ দাবি করেনি তাদের কোন স্বজন নিখোঁজ হয়েছে। লাশটি বিএসএফ নিয়ে গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধারের জন্য গিয়েছিলেন। কিন্তু লাশটি ভারত অংশে পড়ে থাকায় বিএসএফ সদস্যরা নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় তা সনাক্ত করা সম্ভব হয়নি।