শালিখা উপজেলা পরিষদের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শিমুল ও সা. সম্পাদক হাবিব

মাগুরার শালিখা উপজেলা পরিষদের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শিমুল ও সাধারণ সম্পাদক পদে হাবিব নির্বাচিত।

শালিখায় মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠিত হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলা পরিষদের সিএ শিমুল হাসানকে সভাপতি ও ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। উপজেলা পরিষদের ২৭ টি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে কর্মচারী কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তা মোঃ নবিরুজ্জামানকে প্রধান নির্বাচন ক’মিশনারের দায়িত্ব অর্পণ করা হয়।

এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৭ টি দপ্তরের কর্মচারীদের উপস্থিতিতে কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মচারীদের কল্যানে দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা কামনা করে।