রবিবার সন্ধ্যায় ভারতে গরু আনতে যাচ্ছিল সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল। এ সময় আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্প সদস্যদের গুলিতে নিহত হন সুমন। পরে সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন তার সহযোগীরা।
রবিবার রাতে সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।
সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মণ্ডলের ছেলে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জানান, বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সুমন।
তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে মারা যান তিনি।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। গতকাল সন্ধ্যায় এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া যায় বলে জানান তিনি।