শিক্ষার্থীদের অভিমত জানতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাসের প্রথমবারের মতো একটি মাস্টার প্ল্যান প্রণীত হতে যাচ্ছে। এই মাস্টার প্ল্যানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আগামী ২০ জুলাই এর মধ্যে ওয়েব লিংকে প্রবেশ করে প্রত্যাশা ও মতামত প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। এই মাস্টার প্ল্যানে নতুন হল ও আবাসিক ভবন নির্মাণ, লাইব্রেরি সম্প্রসারণ, জলাধার নির্মাণ, আন্তঃভবন চলাচলের জন্য পথ নির্মাণ, সাইকেল স্ট্যান্ড নির্মাণ, সাইকেল লেন ও ওয়াক ওয়ে নির্মাণ, ক্যাম্পাসের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন, শব্দ দূষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয়া হয়েছে।