শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে বাদশা।

স্থানীয়রা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার ৩এস ও ৪এস পিলারের মধ্যে বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই বাদশা মারা যান।

এর পর মরদেহটি ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলাদেশি ভূখণ্ডে কোনো হতাহতের খবর তার জানা নেই।