শ্রীমঙ্গলে একদিনে ১৮ করোনা রোগী সনাক্ত

কাস্মীর আহমেদ নাহিদ, শ্রীমঙ্গল:

শ্রীমঙ্গলে রবিবার (৩১ মে) এক দিনে রেকর্ড ১৮ করোনা রোগী সনাক্ত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছন।
এনিয়ে শ্রীমঙ্গলে ৩০ জন করোনা আক্রান্ত হলেন। আক্রান্তের মধ্যে ২ জন মৃত্যু বরণ করেছেন ।

এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে গত ২৬ মে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল আহাদ পরদিন ২৭ মে বিকাশ দত্ত নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, প্রশাসনের সহায়তায় সনাক্ত ব্যক্তি ও পরিবারের বাড়ি ঘর লক ডাউনের প্রক্রিয়া চলছে।

এদিকে একদিনের ব্যবধানে শ্রীমঙ্গলে রেকর্ড ১৮ জন করোনা সনাক্তের ঘটনায় গোটা উপজেলা জুড়ে তীব্র আতংক দেখা দিয়েছে।