সাম্প্রতিক শিরোনাম

সাভারে দশম শ্রেণির এক ছাত্রীকে হত্যা, প্রধানমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি

সাভারে দশম শ্রেণির এক ছাত্রীকে নৃশংসভাবে ছুরিরাঘাতে হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার মহিলা পরিষদের পক্ষ থেকে এই স্বারকলিপি দেওয়া হয়।

সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, স্কুলছাত্রীকে রিকশা থেকে টেনেহেচঁড়ে নামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে ছুরির আঘাতে হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তার বিরুদ্ধ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ হত্যার শিকার স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের অনুরোধ জানাচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় ওই শিক্ষর্থীর শ্বাসকষ্ট হওয়ায় তার ভাইয়ের সাথে রিকশা করে চিকিত্সার জন্য হাসপাতালে যাওয়ার সময় মিজানুর রহমান রিকশার গতি রোধ করে অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে রিকশা থেকে নামিয়ে দক্ষিণপাড়া এলাকায় নিজের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।

সেখানে মিজানুর রহমান স্কুলছাত্রীর গলায়, পেটে, মুখে ও ঘাড়ে ছুরির আঘাত করে পালিয়ে যায়। স্কুলছাত্রীর চিত্কার শুনে আশপাশের স্থানীয় লোকজন গুরম্নতর অবস্থায় উদ্ধার করে প্রথমে থানা রোডের প্রাইম হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়।

গত দেড় বছর ধরে ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মিজানুর রহমান নামের ওই বখাটে। এ বিষয়ে তার পরিবারকে অবহিত করা হলেও পরিবার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...