নিজস্ব প্রতিবেদকঃ
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অ’পরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে কিছু শিশু পা’চারকারী শিশুদের চুরি করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে। জ’ঙ্গীবা’দ, খু’ন, ধ’র্ষণ, না’শকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব শিশু চুরির সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অদ্য ০২ মার্চ ২০২০ তারিখ র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অভিযোগ পাওয়ার ১২ ঘন্টার মধ্যে শিশু চোর (১) জেসমিন (৩৮), জেলা- ফরিদপুর এবং তার সহযোগী ((২) জাহিদ শেখ (৪৩), জেলা-ফরিদপুর’কে গ্রে’ফতার করেন। আসামীর দেওয়া তথ্যমতে চুরি হওয়া ০৭ মাস বয়সের শিশুপুত্র (মোঃ ফাহিম)’কে ফরিদপুর জেলার সালথা থানাধীন বড় খায়েরদিয়া থেকে উদ্ধার পূর্বক শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হলে দুধের শিশুটি ফেরত পেয়ে মা ও শিশুর কান্না ও আহাযারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবলোকন হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শিশুটির মা স্কয়ার হাসপাতালে সহকারী নার্স হিসেবে কর্মরত আছে। শিশু ফাহিমকে দেখাশুনার জন্য পারুল বেগম (নানী) এর নিকট রেখে রাত্রিকালীন ডিউটিতে যায়। পারুল বেগম রান্না করার কাজে ব্যস্ত থাকলে সেই সুযোগে ০১ নং আসামী জেসমিন কৌশলে শিশুটিকে ছাদে নেয়ার কথা বলে চুরি করে ফরিদপুররের উদ্দেশ্যে গমন করে। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।