বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ডাকে সারা দেশব্যাপী প্রত্যেক উপজেলায় ৬ দফা দাবি বাস্তবায়নে “ধর্না দিন অবস্থান নিন” কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অাজ কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম অপু।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কুমার সিংহ, জেলা কমিটির অন্যতম নেতা নবীন্দ্র নাথ,
কালীগঞ্জ উপজেলা ক্ষেতমজুর সমিতির অাহবায়ক নয়ন কুমার রায়, বক্তব্য রাখেন ডা. শ্যামল রায়।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষেতমজুরসহ প্রান্তিক পর্যায়ের শ্রমজীবী মানুষ।
বিনামূল্যে গ্রামে গ্রামে করোনার টেস্ট ও নমুনা সংগ্রহ এবং জেলায় জেলায় অারটি পিসিঅার টেস্ট করা,
ক্ষেতমজুরদের খাদ্যের সরবরাহ করা, গ্রামীণ লুটপাট বন্ধ ও লুটপাটকারীদের শাস্তি দাবিসহ ৬ দফা দাবিতে বক্তারা কথা বলেন। এতে ছাত্র ইউনিয়ন কালীগঞ্জ উপজেলা সভাপতি নিমাই চন্দ্র রায় সঞ্চালনা করেন।